Showing posts with label জ্যোতির্বিজ্ঞান. Show all posts
Showing posts with label জ্যোতির্বিজ্ঞান. Show all posts

Thursday, April 20, 2023

১০০ বছর পর ২০এপ্রিল ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিরলতম সূর্য গ্রহণ

১০০ বছর পর ২০এপ্রিল ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিরলতম সূর্য গ্রহণ

 



১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ ২০ শে এপ্রিল বৃহস্পতিবার সংঘটিত হতে যাচ্ছে এই বিরল সূর্যগ্রহণ । এই সূর্যগ্রহণ টি হবে পুর্নগ্রাস সূর্যগ্রহণ,অর্থ্যাৎ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে নিবে। একই সময়ে তিন ধরনের গ্রহণ দেখা যাবে বলে একে শংকর সূর্যগ্রহণ বলা হয়। ১০০ বছর পর বিরলতম সূর্যগ্রহণটি আবার ঘটতে চলেছে।

এই সূর্যগ্রহণ কে হাইব্রিড বা শংকর সূর্যগ্রহণ বলে অ্যাখ্যায়িত করেছেন। কারণ এদিন একই সঙ্গে তিন ধরনের গ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণকে Ningalu Solar Eclipse-ও বলা হয়ে থাকে।আসুন জেনে নিই, শংকর সূর্যগ্রহণ কী?

যখন তিন ধরনের সূর্যগ্রহণ- আংশিক গ্রহন,পূর্ণগ্রাস এবং বলয়গ্রাস গ্রহণ দেখা যায়, তখন তাকে শঙ্কর গ্রহণ বলে। এই ধরনের গ্রহণ অত্যন্ত বিরল। শঙ্কর সূর্যগ্রহণ ১০০ বছরে একবার দেখা যাবে। এই তিন ধরনের গ্রহণ হলো…

আংশিক সূর্যগ্রহণ

আংশিক সূর্যগ্রহণ, যখন চাঁদ এমনভাবে সূর্যের সামনে দিয়ে যায় যাতে সূর্যের কিছু অংশ চাঁদের ছায়ায় ঢেকে যায় তখন তাকে আংশিক সূর্যগ্রহণ বলে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ

যবলয়গ্রাস সূর্যগ্রহণ, খন চাঁদ এমন দূরত্বে চলে যায় যে এটি সূর্যের ঠিক মাঝখানে থাকে, তখন চাঁদের ছায়া সূর্যের উপর এমনভাবে পড়ে যে সূর্যকে পৃথিবী থেকে আগুনের বলয়ের মতো দেখায়, একে বৃত্তাকার গ্রহণ বলে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সূর্য এবং চাঁদ যখন সম্পূর্ণ সরলরেখায় থাকে, তখন সূর্য পৃথিবীর কিছু অংশে সম্পূর্ণরূপে আবৃত থাকে। পৃথিবীর এই সমস্ত অঞ্চলে দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয় । একে পূর্ণ সূর্যগ্রহণ বলা হয়।

সূর্যগ্রহণের সময়

সূর্যগ্রহণের সময়, আগামী ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার হবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ, বাংলাদেশ সময় অনুসারে সকাল ৭টা ৩৪ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা ১২টা ৫৯ মিনিটে। মোট ৫ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলবে সূর্যগ্রহণ।

সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণ টি বাংলাদেশ সময় সকাল ৭ টা বেজে ৩৪ মিনিটে শুরু হবে।
বাংলাদেশ সময় সকাল ৮ টা বেজে ৩৭ মিনিটে পূর্ণগ্রাস গ্রহন শুরু হবে।
পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টা বেজে ১৬ মিনিটে এবং শেষ হবে দুপুর ১১ টা বেজে ৫৬ মিনিটে।
পুরোপুরি শেষ হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টা বেজে ৫৯ মিনিটে।

২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল

২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল লোকদের জন্য দুর্দান্ত চমক রয়েছে। মহাজাগতিক ঘটনা যেমন উল্কাপাত, চন্দ্রগ্রহণ এবং সুপার মুন সারা বছর জুড়ে ঘটবে। প্রায় প্রতি বছর ১২টি পূর্ণিমা হয়। তবে এবার দেখা যাবে ১৩টি। এর মধ্যে দুটি হবে আগস্টে। দ্বিতীয় পূর্ণিমা একটি নীল চাঁদ হবে।

গড়ে প্রতি আড়াই বছরে একটি নীল চাঁদ দেখা যায়। ২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল, স্পেস অবজারভেটরি আর্থস্কাই আগস্টের পূর্ণিমাকে সুপারমুন বলে অভিহিত করেছে। তবে সুপারমুনের সংজ্ঞা ভিন্ন। পূর্ণিমায়, চাঁদ যখন উজ্জ্বল এবং পৃথিবীর কাছাকাছি থাকে, তখন এটি একটি সুপারমুন। সেই হিসাবে, জুলাইয়ের চাঁদকে সুপারমুন হিসাবেও বিবেচনা করা যেতে পারে।

ইতিমধ্যে, পৃথিবী ২০২৩ সালে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে৷ ২০২৩ সালে মহাকাশ নিয়ে কৌতূহল, ২০এপ্রিল একটি সূর্যগ্রহণ ঘটবে এবং অপরটি পশ্চিম গোলার্ধে সূর্যগ্রহণ ১৪ অক্টোবর হবে। এই ঘটনাটি উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে। অন্যদিকে চন্দ্রগ্রহণ হবে ৫ মে এবং ২৮ অক্টোবর। প্রথমটি আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে। দ্বিতীয়টি ইউরোপ, এশিয়া এবং আমেরিকার কিছু অংশে দেখা যায়।

২০২৩ সালে মোট বারোটি উল্কাবৃষ্টি হবে। প্রথম পর্বটি ৩ এবং ৪ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়টি এপ্রিল মাসে। এরপর পরপর জুলাইয়ে দুটি, আগস্টে একটি, অক্টোবরে একটি এবং নভেম্বরে দুটি উল্কাপাত হবে। কিন্তু এসব অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে শহুরে আলোক দূষণমুক্ত জায়গায় দাঁড়াতে হবে। সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ, একটি প্রশস্ত মাঠ বা খোলা জায়গায় যান এবং সোজা উপরে দেখুন। চোখের অন্ধকারের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ২০-৩০ মিনিট। কোন ফোন ছাড়া থাকতে হবে,তারপর আছে চমক।

বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল

বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল ১৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ, যার অর্থ হল সূর্যগ্রহণ যে স্থানে ঘটবে সেখানে কিছু সময়ের জন্য সূর্য এবং চাঁদের ছায়া থাকবে। তবে বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহন দেখা যাবে না। সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ, এই সূর্যগ্রহণ কম্বোডিয়া, চীন, আমেরিকা, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, ফিজি, জাপান, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ ভারত মহাসাগর অন্তর্ভুক্ত করে অঞ্চল, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকা থেকে দেখা যাবে।

বাংলাদেশে সূর্যগ্রহণ

বাংলাদেশ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে যেহেতু গ্রহণ টি দেখা যাবে না, তাই বাংলাদেশের মানুষের এ নিয়ে ভাবার কোনো কারণ নেই । সূর্যগ্রহণ ২০২৩। ১০০ বছর পর ২০এপ্রিল বিরলতম সূর্য গ্রহণ। ২০৩০ সালে বাংলাদেশ থেকে একটি আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে,এই শতাব্দীতে বাংলাদেশ থেকে কোনো পুরোপুরি সূর্যগ্রহণ দেখা যাবে না,শুধুমাত্র আংশিক দেখা যাবে।

 

আর ধর্মীয় বিষয়গুলো মাথায় রাখলে এ সময় বেশি বেশি নফল নামাজ পড়বেন। কোনো কুসংস্কারে কান দেবেন না।

 

 

Monday, January 2, 2023

alt-azimuth system : horizontal coordinate system

alt-azimuth system : horizontal coordinate system

The horizontal coordinate system is a celestial coordinate system that uses the observer's local horizon as the fundamental plane to define two angles: altitude and azimuth. Therefore, the horizontal coordinate system is sometimes called as the az/el system, the alt/az system, or the alt-azimuth system, among others. In an altazimuth mount of a telescope, the instrument's two axes follow altitude and azimuth.


This celestial coordinate system divides the sky into two hemispheres: The upper hemisphere, where objects are above the horizon and are visible, and the lower hemisphere, where objects are below the horizon and cannot be seen, since the Earth obstructs views of them. The great circle separating the hemispheres is called the celestial horizon, which is defined as the great circle on the celestial sphere whose plane is normal to the local gravity vector. In practice, the horizon can be defined as the plane tangent to a quiet, liquid surface, such as a pool of mercury. The pole of the upper hemisphere is called the zenith. The pole of the lower hemisphere is called the nadir.

 

 


 

The following are two independent horizontal angular coordinates:

 

·         Altitude (alt.), sometimes referred to as elevation (el.) or apparent height, is the angle between the object and the observer's local horizon. For visible objects, it is an angle between 0° and 90°.

 

·         Azimuth (az.) is the angle of the object around the horizon, usually measured from true north and increasing eastward. Exceptions are, for example, ESO's FITS convention where it is measured from the south and increasing westward, or the FITS convention of the Sloan Digital Sky Survey where it is measured from the south and increasing eastward.




A horizontal coordinate system should not be confused with a topocentric coordinate system. Horizontal coordinates define the observer's orientation, but not location of the origin, while topocentric coordinates define the origin location, on the Earth's surface, in contrast to a geocentric celestial system.

 

The horizontal coordinate system is fixed to a location on Earth, not the stars. Therefore, the altitude and azimuth of an object in the sky changes with time, as the object appears to drift across the sky with Earth's rotation. In addition, since the horizontal system is defined by the observer's local horizon,[a] the same object viewed from different locations on Earth at the same time will have different values of altitude and azimuth.

The cardinal points on the horizon have specific values of azimuth that are helpful references.

Azimuth values for the cardinal directions

Cardinal point

Azimuth

North

East

90°

South

180°

West

270°

Horizontal coordinates are very useful for determining the rise and set times of an object in the sky. When an object's altitude is 0°, it is on the horizon. If at that moment its altitude is increasing, it is rising, but if its altitude is decreasing, it is setting. However, all objects on the celestial sphere are subject to diurnal motion, which always appears to be westward.

A northern observer can determine whether altitude is increasing or decreasing by instead considering the azimuth of the celestial object:

·         If the azimuth is between 0° and 180° (north–east–south), the object is rising.

·         If the azimuth is between 180° and 360° (south–west–north), the object is setting.

There are the following special cases:

·         All directions are south when viewed from the North Pole, and all directions are north when viewed from the South Pole, so the azimuth is undefined in both locations. When viewed from either pole, a star (or any object with fixed equatorial coordinates) has constant altitude and thus never rises or sets. The Sun, Moon, and planets can rise or set over the span of a year when viewed from the poles because their declinations are constantly changing.

·         When viewed from the equator, objects on the celestial poles stay at fixed points, perched on the horizon.

 

Sunday, December 18, 2022

ইংরেজী বর্ণক্রম অনুযায়ী আকাশের ৮৮ টি তারকামন্ডল-এর নাম

ইংরেজী বর্ণক্রম অনুযায়ী আকাশের ৮৮ টি তারকামন্ডল-এর নাম

 


আকাশটাকে পর্যবেক্ষণে সুবিধার জন্য ৮৮ টি তারকামন্ডল বা Constellation – এ ভাগ করা হয়েছে  

ইংরেজী বর্ণক্রম অনুযায়ী তাদের নাম দেওয়া হলো ।

A তে আছে ৮ টা তারামন্ডল =

Auriga, Andromeda, Aries, Argonavis,

Antila, Aquila, Ara, Aquarius

B তে আছে ১ টা তারামন্ডল =  Bootes

C তে আছে ২২ টা তারামন্ডল =

Caelum, Camelopardalis, Cancer, Canes Venatici,

Canis Major, Canis Minor, Capricornus, Carina,

Cassiopeia, Centaurus, Cepheus, Cetus

Chamaeleon, Circinus, Columba, Coma Berenices,

Corona Australis, Corona Borealis, Corvus, Crater,

Crux, Cygnus

D তে আছে  ৩ টা তারামন্ডল = Dorado, Draco, Delphinus

E তে আছে  ২ টা তারামন্ডল = Eridanus, Equuleus

F তে আছে  ১ টা তারামন্ডল = Fornax

G  তে আছে  ২ টা তারামন্ডল = Gemini, Grus

H  তে আছে  ৪ টা তারামন্ডল = Hercules, Hydra, Horologium, Hydrus

I  তে আছে  ১ টা তারামন্ডল = Indus

L  তে আছে ৮ টা তারামন্ডল =

Lacerta, Leo, Leo minor, Lepus,

Libra, Lupus, Lynx, Lyra

M  তে আছে টা তারামন্ডল =

Mensa, Mircoscopium, Monoceros, Musca

N  তে আছে  ১ টা তারামন্ডল = Norma

O তে আছে   টা তারামন্ডল = Octans, Ophiuchus, Orion

P  তে আছে ১০ টা তারামন্ডল =

Pegasus, Perseus, Phoenix, Pictor,

Pisces, Piscis Austrinus, Pleiades, Praesepe,

Puppis, Pyxis

R  তে আছে ১  টা তারামন্ডল = Reticulum

S  তে আছে ৬ টা তারামন্ডল =

Sculptor, Sextans, Scorpius, Scutum,

Sagitta, Sagittarius

T  তে আছে ৫ টা তারামন্ডল =

Taurus, Telescopium, Triangulum, Triangulum Australis, Tucana

U  তে আছে ২ টা তারামন্ডল = Ursa major, Ursa minor

V  তে আছে  ৪ টা তারামন্ডল = Volans Piscis, Vulpeculla, Vela, Virgo

 

Wednesday, December 14, 2022

৮৮ টা তারামন্ডলের নাম

৮৮ টা তারামন্ডলের নাম

 


Name of 88 Constellations

৮৮ টা তারামন্ডলের নাম

. Andromeda  ( অ্যান্ড্রোমিডা       Princess of Ethiopia  )

. Antlia  ( বায়ুযন্ত্র / আন্টালিয়া  Air pump )

. Apus  ( ধূম্রাট  Bird of Paradise )

. Aquarius  ( কুম্ভ রাশি  Water bearer )

. Aquila (  ঈগল  Eagle )

. Ara ( বেদী / আরা  Altar )

. Aries ( মেষ রাশি  Ram )

. Auriga  ( অরিগা Charioteer )

. Bootes ( বুটিস  Herdsman )

১০. Caelum ( সিলাম Graving tool )

১১. Camelopardus (  চিত্রক্রমেল Giraffe )

১২. Cancer  ( কর্কট রাশি  Crab )

১৩. Canes Venatici ( সারমেয় যুগল  Hunting dogs )

১৪. Canis Major ( মৃগব্যাধ Big dog )

১৫. Canis Minor ( শুণী  Little dog )

১৬. Capricornus ( মকর রাশি Sea goat )

১৭. Carina ( ক্যারিনা  Keel of Argonauts' ship )

১৮. Cassiopeia (  ক্যাসিওপিয়া  Queen of Ethiopia )

১৯. Centaurus ( সেন্টরাস  Centaur )

২০. Cephus ( শেফালী King of Ethiopia )

২১. Cetus  ( তিমি Sea monster /whale )

২২. Chamaeleon ( কৃকলাস  Chameleon )

২৩. Circinus  ( বৃত্ত  Compasses )

২৪. Columba ( কপোত Dove )

২৫. Coma Berenices ( বারিনিসিসের চুল  Berenice's hair )

২৬. Corona Australis ( দক্ষিণ কীরিট  Southern crown )

২৭. Corona Borealis ( উত্তর কীরিট   Northern crown )

২৮. Corvus ( করতল  Crow )

২৯. Crater ( কাংস্য  Cup )

৩০. Crux ( ক্রাকস্ / ত্রিশংকু  Cross [southern ] )

৩১. Cygnus  ( বক  Swan )

৩২. Delphinus  ( ডেলফিন  Porpoise )

৩৩. Dorado ( ডোরাডো Sword fish )

৩৪. Draco ( ড্রাগন  Dragon )

৩৫. Equuleus ( অশ্বতর  Little horse )

৩৬. Eridanus  ( যামী River )

৩৭. Fornax ( ফরনাক্স Furnace )

৩৮. Gemini ( মিথুন রাশি Twins )

৩৯. Grus ( সারস  Crane )

৪০. Hercules ( হারকিউলিস  Hercules, son of Zeus )

৪১. Horologium  ( ঘটিকা Clock )

৪২. Hydra  ( হ্রদসর্প   Sea serpent )

৪৩. Hydrus (  হ্রদ  Water snake )

৪৪. Indus ( সিন্ধু  Indian )

৪৫. Lacerta  ( গোধা Lizard )

৪৬. Leo ( সিংহ রাশি  Lion )

৪৭. Leo Minor ( লঘু সিংহ Little lion )

৪৮. Lepus ( শশক Hare )

৪৯. Libra ( তুলা রাশি Balance )

৫০. Lupus ( শার্দুল  Wolf )

৫১. Lynx ( বনমার্জার Lynx )

৫২. Lyra ( বীনা  Lyre or harp )

৫৩. Mensa ( মেনসা  Table mountain )

৫৪. Microscopium ( অণুবীক্ষণ  Microscope )

৫৫. Monoceros  ( একশৃঙ্গী Unicorn )

৫৬. Musca ( মক্ষিকা  Fly )

৫৭. Norma ( মানদন্ড  Carpenter's Level )

৫৮. Octans ( অষ্টাংশ  Octant )

৫৯. Ophiuchus  ( সর্পধারী  Holder of serpent )

৬০. Orion   ( কালপুরুষ Orion, the hunter )

৬১. Pavo ( ময়ুর  Peacock )

৬২. Pegasus  ( পক্ষীরাজ Pegasus, the winged horse )

৬৩. Perseus  ( পারসিয়াস Perseus, hero who saved Andromeda )

৬৪. Phoenix ( সম্পাতি Phoenix )

৬৫. Pictor  ( চিত্রপট  Easel )

৬৬. Pisces ( মীন রাশি Fishes )

 ৬৭. Piscis Austrinis  ( দক্ষিণ মীন  Southern fish )

 ৬৮. Puppis ( পাপিস  Stern of the Argonauts' ship )

৬৯. Pyxis ( পিকসিস  Compass on the Argonauts' ship )

৭০. Reticulum  ( আরক / রেটিকুলাম  Net Reticulum )

৭১. Sagitta ( বাণ  Arrow )

৭২. Sagittarius ( ধনু  রাশি Archer )

৭৩. Scorpius  ( বৃশ্চিক রাশি  Scorpion )

৭৪. Sculptor ( ভাস্কর Sculptor's tools )

৭৫. Scutum ( স্কুটাম  Shield )

৭৬.  Serpens (  সর্প  Serpent )

৭৭. Sextans ( ষষ্ঠাংশ  Sextant )

৭৮. Taurus (  বৃষ রাশি Bull )

৭৯.  Telescopium  ( দূরবীক্ষণ / টেলিস্কোপিয়াম  Telescope )

৮০. Triangulum  ( ত্রিকোন Triangle )

৮১. Triangulum Australe ( দক্ষিণ ত্রিকোন  Southern triangle )

৮২. Tucana ( টুকানা  Toucan )

৮৩. Ursa Major ( সপ্তর্ষি মন্ডল  Big bear / The Big Dipper )

৮৪. Ursa Minor ( লঘুসপ্তর্ষি / শিশুমার  Little bear / The Little Dipper )

৮৫. Vela  ( ভেলা   Sail of the Argonauts' ship  )

৮৬.  Virgo  ( কন্যা রাশি Virgin )

৮৭. Volans  ( পতত্রীমীন  Flying fish )

৮৮. Vulpecula ( শৃগাল  Fox )