Saturday, January 25, 2020

বই ভাল রাখার উপায়

দৈনন্দিক জীবনের সব কিছুর ট্রিপস্ - ১
বই ভাল রাখার উপায় :
 


১. বুক শেলফ ব্যবহার করুন ।
২. প্লাস্টিকের ঝুড়িতে বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন ।
৩. কম ভেজা স্হানে বই রাখুন ।
৪. উহ পোঁকা যাতে না আসে সেজন্য নিম পাতার ডাল ব্যবহার করুন ।
৫.  বই খাঁড়া করে শেলফে রাখুন।
৬. বই বিষয় অনুযায়ী ক্যাটালগ করে রাখুন ।
৭. অত্যাধিক আলো ও তাপ হতে বইকে দূরে রাখুন ।

শেয়ার করুন

0 comments: