Saturday, November 14, 2020

ভিডিও অ্যাস্ট্রোনমি

দূরবর্তী চলচিত্রধারণ জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যায়ন হলো এমন এক পক্রিয়া যাতে দূরবর্তী স্হানে টেলিস্কোপ স্হাপন করে বিভিন্নধরণের তার ও যন্ত্রাংশের মাধ্যমে বাসস্হানে বসে আকাশের বস্তুসমূহের চলচিত্র ধারণ করা হয় । এর মাধ্যমে নিন্মোক্ত সুবিধা পাওয়া যায় :
১. বার বার টেলিস্কোপের লেন্সের দিকে চোখ রেখে আকাশ দেখতে হয় না বলে দেহের বাঁকা হয়ে যায় না ও শরীর অবসাদগ্রস্হ হয় না । ২. আকাশের বস্তুসমূহ চলচিত্রায়ন করা হয় বলে আকাশের দৃশ্যসমূহ সরাসরি সম্প্রচার করা যায় বলে অসংখ্য লোক আকাশের বস্তুসমূহ দেখতে পারে । ৩. চলচিত্র সম্পাদনার মাধ্যমে আকাশের বস্তুসমূহের কাঙ্খিত ছবি পাওয়া যায় অনায়াসেই । ৪. ওয়াইফাই সিস্টেম, নেটওয়ার্ক তাঁর, কম্পিটার , এন্ড্রয়েড মোবাইল, ভিডিও ক্যামেরা এবং গো টু মাউন্টের মাধ্যমে দূরবর্তী স্হানে চলচিত্রধারণ করা হয় বলে বিষয়টা প্রযুক্তি জানা লোকদের কাছে সহজলভ্য ও কম পরিশ্রমের বিষয় । সুতরাং আমরা টেলিস্কোপের দিকে চোখে রেখে আকাশ না দেখে ঘরের ভিতর বসে কম্পিউটার বা লেপটপের উপর চোখ রেখে আকাশ দেখবো । বিষয়টাকে সংক্ষেপে ভিডিও অ্যাস্ট্রোনমি বলা হয় ।

শেয়ার করুন

0 comments: