'বিসমিল্লাহির রাহমানির রাহিম' পবিত্র কোরআনের একটি আয়াত। এ আয়াতকে কোরআনের মুকুট বলা হয়। এর অর্থ হচ্ছে- পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অতি দয়ালু ও করুণাময়।
বিসমিল্লাহর ফজিলত অপরিসীম। হজরত রাসূলে কারিম (সা.) এ আয়াতকে কোরআনের শ্রেষ্ঠতম বলে উল্লেখ করেছেন।
আমাদের প্রাত্যহিক জীবনে যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করে নেওয়া অপরিহার্য এবং এর দ্বারা অশেষ সওয়াব মেলে।
সেই সঙ্গে ওই কাজে রহমত, বরকত ও নেয়ামত লাভে সমর্থ হই এবং এ দ্বারা আল্লাহ সব ধরনের নিয়ত ও কাজ পরিপূর্ণ করে দেন
খবর বিভাগঃ
ধর্ম-দর্শণ
নিবন্ধ
সংস্কৃতি
সাহিত্য
0 comments: