Tuesday, July 20, 2021

১৪৪২ হিজরীর ঈদুল আযহা ২ দিন দেশ অনুযায়ী আলাদাভাবে পালিত হলো

 

সৌদি আরব'সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহামারির কারণে বছরও কিছুটা সাদামাটা উদযাপন। বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও শামিল হন ঈদের আনুষ্ঠানিকতায়। মোনাজাতে বিশ্বশান্তি মহামারি থেকে মুক্তি কামনা করা হয়।




https://www.youtube.com/watch?v=z5Y_8TA15ok

বাংলাদেশের পূর্বে ইন্দোনেশিয়া,মালয়েশিয়া,জাপান,সিঙ্গাপুর ইত্যাদি,

বাংলাদেশের পশ্চিমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশ এবং ইউরোপ-আমেরিকার সব দেশ ২০ জুলাই ২০২১ মঙ্গলবার হজের পর পর দিন আজ ঈদুল আযহা পালন করলো । কাল বুধবার মোতাবেক ২১ জুলাই ২০২১ বাংলাদেশ ঈদুল আযহা পালন করবে ।

অর্থাৎ ১৪৪২ হিজরীর ঈদুল আযহা ২ দিন দেশ  অনুযায়ী আলাদাভাবে পালিত হলো । অথচ কুরআন ও হাদিস অনুযায়ী হজের পরের দিন একই দিনে সব দেশকেই ঈদ পালন করার কথা । কিন্তু বাস্তবতা ভিন্ন ।


শেয়ার করুন

0 comments: