আলহামদুলিল্লাহ
। ঈদ মোবারক ।
সৌদি
আরবে ঈদুল আজহা ২০ জুলাই ২০২১
তারিখ মঙ্গলবার ।
পবিত্র
ঈদুল আজহা ২০ জুলাই ২০২১
তারিখ (মঙ্গলবার) পালিত হবে - শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ
সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
সুপ্রিম
কোর্টের ওই ঘোষণায় বলা
হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জিলহজ মাসের নবচন্দ্র বা হিলাল দৃশ্যমান
হয়নি । শুক্রবার ছিল
সেখানে ছিল ২৯ জিলকদ। নবচন্দ্র
দৃশ্যমান না হওয়ায় ১১ জুলাই ২০২১
তারিক (রোববার) থেকে
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে জিলহজ মাস শুরু হবে।
সে
হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থাৎ
১৯ জুলাই ২০২১ তারিখ সোমবার হজ অনুষ্ঠিত হবে
এবং এর পর দিন
১০ জিলহজ ১৪৪২ হিজরী অর্থাৎ ২০ জুলাই ২০২১
তারিখ সোমবার বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রকাশ
থাকে যে, সাধারণত বাংলাদেশ-ভারতসহ কিছু দেশ সৌদি আরবের এক দিন পর
মুসলিম ধর্মীয় পর্বাদি সম্পন্ন করে থাকে ।
0 comments: