Friday, December 23, 2022

নন-ফিকশন লেখা


নন-ফিকশন বলতে এমন যেকোনও লেখাকে বোঝায়, যা কোনও ঘটনা, স্থান, কাল বা পাত্র সম্পর্কে সঠিক ও বাস্তবিকভাবে সত্য তথ্য প্রদান করে। নন-ফিকশন হলো বাস্তব ও সত্য বিষয় ও ঘটনানির্ভর গদ্য সাহিত্য । নন-ফিকশন রচনার বিষয়বস্তু বস্তুনিষ্ঠ কিংবা ব্যক্তিনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয় । কদাচিৎ গল্প বা কাহিনীর মতোও রচিত হতে পারে।

নন-ফিকশন গদ্যসাহিত্যের একটি প্রধান শাখা বা শ্রেণী।

কথাসাহিত্য বা ফিকশন বা কল্পকাহিনী:
নন-ফিকশন সাহিত্যের বিপরীত শাখাটি হল কল্পকাহিনী বা কথাসাহিত্য, যেখানে স্থান, কাল ও পাত্র সম্পর্কে তথ্যগুলি আংশিক বা সম্পূর্ণভাবে কাল্পনিক হয়ে থাকে।
যেমনঃ গল্প,কবিতা,ছড়া,উপন্যাস ও বৈজ্ঞানিক কল্প কাহিনী ।


নন-ফিকশন রচনাতে যেসব বর্ণনা থাকে, তা সম্পূর্ণ সঠিক বা সত্য হতে পারে বা না-ও হতে পারে। তবে নন-ফিকশন রচয়িতারা বিশ্বস্ততার সাথে সত্য ও সঠিক তথ্য লিখেছেন বলে দাবী করেন এবং পাঠকেরাও পড়ার সময় এ ব্যাপারটি মেনে নিয়েই পড়েন।

ইতিহাস,বিজ্ঞান,
প্রকৃতি,জীবনী,
ব্যবসা, শিক্ষা,
ভাষা,
ভ্রমণ,
রাজনীতি,
হাস্যরস,
খাদ্য, পানীয়,
স্বাস্থ্য, জীবনচর্যা,
ক্রীড়া,
শখ, শিল্পকলা,
বিনোদন,
গৃহ, উদ্যান চর্চা,
ধর্ম,গ্রন্হ প্রতিবেদন,
দিনলিপি,বিশ্বকোষ,
সাহিত্য সমালোচনা,
গবেষণা গ্রন্হ
ও প্রবন্ধ ইত্যাদি বিভিন্ন বিষয়ে নন-ফিকশন বই রচিত হতে পারে।

শেয়ার করুন

0 comments: