প্রতিটা জাতির বাগান করার নিজস্ব পদ্ধতি আছে । আমাদের দেশ
এক সময় শাসন করতো তুর্কি, মোঘল ও ইরানীরা । তারা
তুর্কি , মোগল ও ইরানী বা পার্শি
রীতি বাগান করতো । যেমন : লালবাগ কেল্লা গেলে দেখবেন ইরানী পদ্ধতিতে বাগান ।
কুরআনের আয়াতের বিষয়কে কেন্দ্র করে কুরআনিক গার্ডেন হচ্ছে
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ।
বাংলাদেশিদের বাগান করার নিজস্ব পদ্ধতি নেই - এই কথাটা আমরা
ভুল প্রমাণ করবো । বাংলাদেশিদের বাগান করার নিজস্ব পদ্ধতি আছে । আর তাহলো
বাংলাদেশি গার্ডেন বা বাংলাদেশি উদ্যান ।
গার্ডেনে শুধু মাত্র বাংলাদেশি ফুল-গাছ-লতা-পাতা থাকবে ।
বর্তমানে এমন গার্ডেন নেই । এই উদ্যান আমাদের মূল্যবোধ, আবহাওয়া
ও মাটিকে ধারণ করবো ।
0 comments: